পরিচিতি ও ইতিহাস:
০১/১০/১৯৮৬ খ্রিঃ মরহুম আব্দুল বাতেন, সহকারী শিক্ষক, আজাইপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও মরহুম আলহাজ্ব লুৎফর রহমান, সহকারী শিক্ষক, রাজারামপুর ১নং সরকারী প্রাথমিক বিদ্যালয়, চাঁপাইনবাবগঞ্জ দ্বয়ের যৌথ উদ্যোগে আজাইপুর , আরামবাগ, পোল্লাডাংগঙ্গা, রামকৃষ্টপুর, জোড়বাগানসহ পার্শ্ববর্তী গ্রামগুলির মেয়েদের স্থানীয় ভাবে লেখা পড়ার সুবিধার কথা চিন্তা করে একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে আজাইপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আলহাজ্ব লুৎফর রহমানের সভাপতিত্বে এক সভা আহবান করা হয়। সভায় উপস্থিত সম্মানিত সভ্যগণের সম্মতিক্রমে একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য নিম্নে উল্লেখিত সিধান্তগুলি গৃহিত হয়।
গৃহিত সিধান্তগুলি নিম্নরুপ:
১. নামকরণ : আজাইপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
২. ম্যানেজিং কমিটি :
১. আলহাজ্ব লুৎফর রহমান – সভাপতি
২. জনাব মোঃ আব্দুল বাতেন – সদস্য
৩. জনাব মোঃ সাইফুল ইসলাম –সদস্য
৪. জনাব মোঃ তরিকুল ইসলাম –সদস্য
৫. জনাব মোঃ হারুন অর রশিদ- সদস্য
৬. জনাব মোসাঃ রুমালী খাতুন – *
৭. জনাব মোঃ আমিরুল ইসলাম *
৩.শিক্ষক নিয়োগ : শিক্ষক নিয়োগের দায়িত্ব ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্যগণের উপর অর্পণ করা হয়।
৪. ছাত্রী ভর্তি : ৬ষ্ঠ হতে ৮ম শ্রেণি পর্যন্ত।
৫. পাঠ দান : ০১/০১/১৯৮৭ খ্রিঃ
৬. স্থান : নিজস্ব ভবন নির্মানের পূর্ব পর্যন্ত আজাইপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ৩ (তিন) টি শ্রেণি কক্ষে প্রাথমিকভাবে বিদ্যালয় পরিচালনা করার সিধান্ত হয়।
নবগঠিত ম্যানেজিং কমিটি ডিসেম্বর ১৯৮৬ মাসের মধ্যে নিম্নে উল্লেখিত ০৪ (চার) জন শিক্ষক এর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণিতে স্বপ্ল সংখ্যক ছাত্রী নিয়ে ০১/০১/১৯৮৭ খ্রিঃ হতে আজাইপুর নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের যাত্রা শুরু হয়।
নিয়োগকৃত শিক্ষকমন্ডলী
১. জনাব মোঃ মোঃ আমিরুল ইসলাম - প্রধান শিক্ষক/সম্পাদক
২. জনাব মোসাঃ রুমালী খাতুন - জুনিয়র শিক্ষক
৩. জনাব মোসাঃ শামিমা খাতুন - জুনিয়র শিক্ষক
৪. জনাব মোসাঃ নাসিমা খাতুন - জুনিয়র শিক্ষক
প্রথম ভর্তিকৃত ছাত্রী সংখ্যা
শ্রেণি ছাত্রী সংখ্যা
ষষ্ঠ ০৭ জন
সপ্তম ০৫ জন
অষ্টম ০৮ জন
২২/০২/১৯৮৯ খ্রিঃ আলহাজ্ব লুৎফর রহমান পিতা মরহুম আলহাজ্ব খলিল উদ্দীন বিশ্বাস গ্রাম আজাইপুর , ডাকঘর- বটতলাহাট, উপজেলা- সদর, জেলা- চাঁপাই নবাবগঞ্জ এর দানকৃত জমির উপর গ্রামবাসী ও সি.সি.ডি.বি এর সাহায্যে সি.সি. ৩ নং ইট ও টিনের চালা দ্বারা ০৩ (তিন) টি শ্রেণী কক্ষ নির্মাণের পর ০১/০১/১৯৯০ খ্রিঃ হতে নিজ নামীয় সম্পত্তির উপর বিদ্যালয়টির কার্যক্রম দ্রুতগতিতে অগ্রসর হতে থাকে।
ইতিমধ্যে বে-সরকারি বিদ্যালয় পরিচালনার নিয়ম অনুযায়ী বিদ্যালয়টিকে এম.পি.ও ভুক্ত করার লক্ষ্যে প্রাথমিক কার্যকলাপ আরম্ব করায় ০১/০১/১৯৯১ খ্রীঃ হতে একাডেমিক স্বীকৃতি লাভ করে এবং ০১/০১/১৯৯৪ হতে জুনিয়র স্কুল হিসাবে এম.পি.ও ভূক্তি হয়। ০১/০১/১৯৯২ খ্রিঃ ৯ম শ্রেণি ও ০১/০১/১৯৯৩ খ্রিঃ ১০ম শ্রেণির মঞ্জুরী লাভ করে সর্ব প্রথম ১৯৯৪ খ্রিঃ এস.এস.সি. পরীক্ষায় ২৮ জন ছাত্রী অংশগ্রহণ করে প্রথম বিভাগে ০২ জন দ্বিতীয় বিভাগে ০৭ জন ছাত্রী সাফল্যের সাথে উত্তীর্ণ হওয়ায় ০১/০১/১৯৯৫ খ্রিঃ হতে নবম ও দশম শ্রেণি এম.পি.ও ভূক্ত হয়ে আজাইপুর বালিকা উচ্চ বিদ্যালয় নামে আত্মপ্রকাশ করে। ০১/০১/২০০২ খ্রিঃ বিজ্ঞান বিভাগ ও কৃষিশিক্ষা এবং ১০/১০/২০০৪ খ্রিঃ কম্পিউটার শিক্ষা খোলার অনুমতি লাভ করে।